বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ-
বরগুনার বেতাগীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোসা. ফেরদৌসী বেগম সেন্ট্রাল ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্স বাংলাদেশ(সিআইপিআরবি) পরিচালিত ভাসা প্রকল্পের আওতায় আঁচল স্কুল পরিদর্শন করেন।
শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা বুড়ামজুমদার ইউনিয়নের ১টি ও বেতাগী পৌরসভার ২টি আঁচল স্কুল এবং কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি আঁচল স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময়ে তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুহ্রদ সালেহীন, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক মেহেরুন্নাহার মুন্নি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, সিআইপিআরবি’র ফিল্ড টিম ম্যানেজার মোতাহার হোসেন ও এরিয়া কো অর্ডিনেটর রজত দাস, কিশোর-কিশোরী ক্লাবের জেলা সুপারভাইজার আব্দুল জব্বার, জেন্ডার প্রমোটর মো. আরিফুল ইসলাম পলাশ ও এনসিটিএফ’র উপজেলা সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না।
যুগ্ন সচিব মোসা. ফেরদৌসী বেগম আঁচল স্কুল এবং কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়াও শিশুদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে সিআইপিআরবি’র বেতগী প্রজেক্টের স্টাফদের সাথে মতবিনিময় করেন।